প্রেরিত্ 5:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 এমন কি, লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খাটিয়াতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময়ে অন্ততঃ তাঁহার ছায়া কাহারও কাহারও উপরে পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 এমন কি, লোকেরা রোগীদেরকে বিছানায় ও খাটে করে বাইরে পথে পথে এনে রাখত যেন পিতর আসার সময়ে অন্ততঃ তাঁর ছায়া কারো কারো উপরে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 শেষে এমন হল যে, লোকেরা অসুস্থ মানুষদের রাস্তার ধারে বয়ে নিয়ে গিয়ে তাদের বিছানা ও মাদুরে শুইয়ে রাখত, যেন পিতর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর ছায়া অন্তত কারও কারও উপরে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 শেষে এমন হল যে লোকেরা অসুস্থদের রাস্তার ধারে বয়ে নিয়ে গিয়ে বিছানা এবং খাটিয়াতে শুইয়ে রাখত, যাতে রাস্তা দিয়ে আসবার সময় পিতরের ছায়া অন্ততঃ কারো কারো গায়ে পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এমন কি, লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময়ে অন্ততঃ তাঁহার ছায়া কাহারও কাহারও উপরে পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 লোকরা, এমন কি তাদের অসুস্থ রোগীদের নিয়ে এসে রাস্তার মাঝে তাদের বিছানায় বা খাটিযাতে শুইয়ে রাখত, যেন পিতর যখন সেখান দিয়ে যাবেন তখন অন্ততঃ তাঁর ছাযাও তাদের উপর পড়ে; আর তাতেই তারা সুস্থ হয়ে যেত। অধ্যায় দেখুন |