প্রেরিত্ 5:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 কিন্তু অন্য লোকদের মধ্যে তাঁহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদিগকে সমাদর করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু অন্য লোকদের মধ্য থেকে আর কেউ তাঁদের সঙ্গে যোগ দিতে সাহস করলো না, তবুও লোকেরা তাদেরকে সম্মান করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 অন্য কেউই তাদের সঙ্গে যোগ দিতে সাহস করত না, যদিও লোকেরা তাদের অত্যন্ত সমাদর করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বাইরের অন্য কেউ তাঁদের সঙ্গে যোগ দিতে সাহস করত না। তবে সাধারণ লোকের মনে তাঁদের প্রতি অসামান্য শ্রদ্ধা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু অন্য লোকদের মধ্যে তাঁহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি লোকেরা তাঁহাদিগকে সমাদর করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 অন্যরা তাঁদের সঙ্গে যোগ দিতে সাহস করত না; কিন্তু সকলে তাঁদের প্রশংসা করত। অধ্যায় দেখুন |