প্রেরিত্ 27:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 ইহা বলিয়া পৌল রুটি লইয়া সকলের সাক্ষাতে ঈশ্বরের ধন্যবাদ করিলেন, পরে তাহা ভাঙ্গিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 এই কথা বলে পৌল রুটি নিয়ে সকলের সাক্ষাতে আল্লাহ্র শুকরিয়া করলেন, পরে তা ভেঙ্গে ভোজন করতে আরম্ভ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 একথা বলার পর, তিনি কিছু রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর তা ভেঙে তিনি খেতে লাগলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 একথা বলে পৌল রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং সকলকে ভাগ করে দিয়ে নিজেও খেতে আরম্ভ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 ইহা বলিয়া পৌল রুটী লইয়া সকলের সাক্ষাতে ঈশ্বরের ধন্যবাদ করিলেন, পরে তাহা ভাঙ্গিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 এই কথা বলে পৌল রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর তা ভেঙে খেতে শুরু করলেন। অধ্যায় দেখুন |