প্রেরিত্ 26:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 বাল্যকাল অবধি আমার আচার ব্যবহার, যাহা আদি হইতে স্বজাতীয়দের মধ্যে এবং যিরূশালেমে হইয়া আসিয়াছে, তাহা যিহূদীরা সকলেই জানে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বাল্যকাল থেকে আমার আচার ব্যবহার, যা আদি থেকে স্বজাতীয়দের মধ্যে এবং জেরুশালেমে হয়ে এসেছে, তা ইহুদীরা সকলেই জানে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “শৈশবকাল থেকে, আমার জীবনের প্রথমদিকে, আমার নিজের নগরে ও জেরুশালেমে আমি কীভাবে জীবনযাপন করেছি ইহুদিরা তা সকলেই জানে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সমস্ত ইহুদীই জানে, যুবক বয়স থেকে আমি কিভাবে জীবনযাপন করেছি। তারা জানে জীবনের প্রথম থেকেই আমি আমার নিজের শহরে এবং জেরুশালেমে বাস করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বাল্যকাল অবধি আমার আচার ব্যবহার, যাহা আদি হইতে স্বজাতীয়দের মধ্যে এবং যিরূশালেমে হইয়া আসিয়াছে, তাহা যিহূদীরা সকলেই জানে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “তারা জানে যে শুরু থেকেই আমি এই জেরুশালেমে আমার স্বজাতির মধ্যেই জীবন কাটিয়েছি এবং আরো জানে আমি কিভাবে জীবন-যাপন করেছি। অধ্যায় দেখুন |