প্রেরিত্ 26:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 আর আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, এই ব্যক্তি যদি কৈসরের নিকটে আপীল না করিত, তবে মুক্তি পাইতে পারিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর আগ্রিপ্প ফীষ্টকে বললেন, এই ব্যক্তি যদি সম্রাটের কাছে আপীল না করতো, তবে মুক্তি পেতে পারত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 আগ্রিপ্প ফীষ্টকে বললেন, “কৈসরের কাছে আপিল না করলে এই ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, এই লোকটি যদি সীজারের কাছে আপীল না করত, তাহলে ওকে মুক্তি দেওয়া যেত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, এই ব্যক্তি যদি কৈসরের নিকটে আপীল না করিত, তবে মুক্তি পাইতে পারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 আগ্রিপ্প ফীষ্টকে বললেন, “এ যদি কৈসরের কাছে আপীল না করত, তবে একে আমরা মুক্তি দিতে পারতাম।” অধ্যায় দেখুন |