প্রেরিত্ 26:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 এই উপলক্ষে প্রধান যাজকদের নিকটে ক্ষমতা ও আজ্ঞাপত্র লইয়া আমি দম্মেশকে যাইতেছিলাম, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 এই উপলক্ষে প্রধান ইমামদের কাছ থেকে ক্ষমতা ও হুকুমপত্র নিয়ে আমি দামেস্কে যাচ্ছিলাম, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “এরকমই এক যাত্রাকালে, আমি প্রধান যাজকদের কাছ থেকে অধিকার ও অনুমতিপত্র নিয়ে দামাস্কাসে যাচ্ছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 এই উদ্দেশ্যে মুখ্য পুরোহিতদের কাছ থেকে পূর্ণ সনদ নিয়ে আমি একবার দামাস্কাসে যাচ্ছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 এই উপলক্ষে প্রধান যাজকদের নিকটে ক্ষমতা ও আজ্ঞাপত্র লইয়া আমি দম্মেশকে যাইতেছিলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “এই কারণেই একবার আমি প্রধান যাজকদের কাছ থেকে ক্ষমতা ও হুকুমনামা নিয়ে দম্মেশকে যাচ্ছিলাম। অধ্যায় দেখুন |