প্রেরিত্ 25:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কিন্তু ফীষ্ট উত্তর করিলেন, পৌল কৈসরিয়াতে আবদ্ধ আছে; আমিও সেখানে অবিলম্বে প্রস্থান করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু ফীষ্ট জবাবে বললেন, পৌল সিজারিয়াতে বন্দী আছে; আমিও অবিলম্বে সেখানে যাচ্ছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ফীষ্ট উত্তর দিলেন, “পৌল কৈসরিয়াতে বন্দি আছে, আমিও স্বয়ং শীঘ্রই সেখানে যাচ্ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ফেস্টাস বললেন, পৌল এখন সীজারিয়অতে আছেন। শিগ্গিরই আমি সেখানে যাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু ফীষ্ট উত্তর করিলেন, পৌল কৈসরিয়াতে আবদ্ধ আছে; আমিও সেখানে অবিলম্বে প্রস্থান করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু ফীষ্ট বললেন, “না, পৌল কৈসরিয়ায় বন্দী হয়ে আছে এবং আমি শীঘ্রই কৈসরিয়ায় যাব। অধ্যায় দেখুন |