প্রেরিত্ 25:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তখন আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, আমিও সেই ব্যক্তির নিকটে কথা শুনিতে চাহিয়াছিলাম। ফীষ্ট কহিলেন, কল্য শুনিতে পাইবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তখন আগ্রিপ্প ফীষ্টকে বললেন, আমিও সেই ব্যক্তির কাছে কথা শুনতে চেয়েছিলাম। ফীষ্ট বললেন, আগামীকাল শুনতে পাবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তখন আগ্রিপ্প ফীষ্টকে বললেন, “আমি নিজে এই লোকটির কথা শুনতে চাই।” তিনি উত্তর দিলেন, “আগামীকালই আপনি তার কথা শুনবেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, আমি নিজে ঐ লোকটির কথা শুনতে চাই। ফেস্টাস বললেন, আগামীকাল শুনবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, আমিও সেই ব্যক্তির নিকটে কথা শুনিতে চাহিয়াছিলাম। ফীষ্ট কহিলেন, কল্য শুনিতে পাইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আগ্রিপ্প বললেন, “হ্যাঁ, আমিও নিজে তার কথা শুনতে চেয়েছিলাম।” ফীষ্ট বললেন, “বেশ, কালই শুনবেন।” অধ্যায় দেখুন |