প্রেরিত্ 25:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 পরে দোষারোপকারীরা দাঁড়াইয়া, আমি যে প্রকার দোষ অনুমান করিয়াছিলাম, সেই প্রকার কোন দোষ তাহার বিষয়ে উত্থাপন করিল না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে দোষারোপকারীরা দাঁড়িয়ে, আমি যে রকম দোষ অনুমান করেছিলাম, সেই রকম কোন দোষ তার বিষয়ে উত্থাপন করলো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 অভিযোগকারীরা কথা বলতে উঠে দাঁড়ালে, আমি যে রকম আশা করেছিলাম, তারা সে ধরনের কোনও অভিযোগ উত্থাপন করল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অভিযোগকারীরা তার বিরুদ্ধে আমি যা ভেবেছিলাম তেমন কোন অভিযোগ আনতে পারেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে দোষারোপকারীরা দাঁড়াইয়া, আমি যে প্রকার দোষ অনুমান করিয়াছিলাম, সেই প্রকার কোন দোষ তাহার বিষয়ে উত্থাপন করিল না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যখন তারা দাঁড়িয়ে তাকে দোষী সাব্যস্ত করতে গেল তখন তাঁর বিরুদ্ধে যে রকম দোষের কথা আমি অনুমান করেছিলাম, তার অভিযোগকারীরা সেই রকম কোন দোষই দেখাতে পারল না। অধ্যায় দেখুন |