প্রেরিত্ 25:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 পৌল বলিলেন, আমি কৈসরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইয়া আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। আমি যিহূদীদের প্রতি কোন অন্যায় করি নাই, ইহা আপনিও বিলক্ষণ জানেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পৌল বললেন, আমি সম্রাটের বিচারাসনের সম্মুখে দাঁড়িয়ে আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। আমি ইহুদীদের প্রতি কোন অন্যায় করি নি, এই কথা আপনিও বিলক্ষণ জানেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 পৌল উত্তর দিলেন, “আমি এখন কৈসরের বিচারালয়ে দাঁড়িয়ে আছি, আমার বিচার এখানেই হওয়া উচিত। আপনি স্বয়ং ভালোভাবেই জানেন যে, আমি ইহুদিদের প্রতি কোনও অন্যায় করিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 পৌল বললেন, আমি সীজারের বিচারসভায় দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার করতে হবে। আপনি ভাল করেই জানেন যে ইহুদীদের বিরুদ্ধে আমি কোন অপরাধই করিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পৌল বলিলেন, আমি কৈসরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইয়া আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। আমি যিহূদীদের প্রতি কিছু অন্যায় করি নাই, ইহা আপনিও বিলক্ষণ জানেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 পৌল বললেন, “আমি কৈসরের বিচারালয়ে দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার হওয়া উচিত। আমি ইহুদীদের বিরুদ্ধে কিছুই করি নি, একথা আপনি ভালোভাবেই জানেন। অধ্যায় দেখুন |