প্রেরিত্ 21:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 কারণ তাহারা পূর্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্মধামের মধ্যে আনিয়া থাকিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কারণ তারা আগে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখেছিল। তারা মনে করেছিল পৌল তাকে বায়তুল-মোকাদ্দসের মধ্যে এনে থাকবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 (তারা ইফিষের ত্রফিমকে ইতিপূর্বে পৌলের সঙ্গে নগরে দেখে মনে করেছিল, পৌল হয়তো তাঁকে মন্দির অঞ্চলে নিয়ে এসেছেন।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 (তারা ইফিসাসের এফিমাসকে শহরে পৌলের সঙ্গে দেখেছিল। তাই তারা মনে করেছিল যে পৌল তাঁকেও মন্দিরের মধ্যে এনেছেন)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কারণ তাহারা পূর্ব্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্ম্মধামের মধ্যে আনিয়া থাকিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 (কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিষের ত্রফিমকে শহরের মধ্যে দেখেছিল, মনে করেছিল পৌল তাঁকে মন্দিরের মধ্যে এনেছেন। ত্রফিম ছিলেন জাতিতে গ্রীক এবং ইফিষের লোক।) অধ্যায় দেখুন |