প্রেরিত্ 20:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আমি জানি, আমি গেলে পর দুরন্ত নেকড়েরা তোমাদের মধ্যে প্রবেশ করবে, পালের প্রতি মমতা করবে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 আমি জানি, আমার চলে যাওয়ার পর, তোমাদের মধ্যে হিংস্র নেকড়েদের আবির্ভাব হবে, তারা মেষপালকে নিষ্কৃতি দেবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 আমি জানি, আমি চলে যাবার পর হিংস্র নেকড়েরা তোমাদের মাঝে হানা দেবে, মেষপালককে রেহাই দেবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 আমি জানি, আমি চলে গেলে ভয়ঙ্কর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে, তারা ঈশ্বরের এই পালকে ধ্বংস করতে চাইবে। অধ্যায় দেখুন |