প্রেরিত্ 20:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তখন পৌল নামিয়া গিয়া তাহার গায়ের উপরে পড়িলেন, ও তাহাকে আলিঙ্গন করিয়া কহিলেন, তোমরা কোলাহল করিও না; কেননা ইহার মধ্যে প্রাণ আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন পৌল নেমে গিয়ে তার গায়ের উপরে পড়লেন ও তাকে আলিঙ্গন করে বললেন, তোমরা কোলাহল করো না; কেননা এর মধ্যে প্রাণ আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 পৌল নিচে গেলেন, নিচু হয়ে তিনি তাঁর দু-হাত দিয়ে যুবকটিকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, “তোমরা আতঙ্কিত হোয়ো না, এর মধ্যে প্রাণ আছে!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 পৌল নীচে তার কাছে গেলেন এবং ঝুঁকে পড়ে তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরে সবাইকে বললেন, উদ্বিগ্ন হয়ো না, মরেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন পৌল নামিয়া গিয়া তাহার গায়ের উপরে পড়িলেন, ও তাহাকে আলিঙ্গন করিয়া কহিলেন, তোমরা কোলাহল করিও না; কেননা ইহার মধ্যে প্রাণ আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 পৌল নিজেই নীচে নেমে গেলেন। তিনি তার দেহের ওপরে নিজেকে রেখে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, “তোমরা বিচলিত হয়ো না, কারণ দেখ এর মধ্যে এখনও প্রাণ আছে।” অধ্যায় দেখুন |