প্রেরিত্ 2:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)45 আর স্থাবর অস্থাবর সমপত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যার যেমন প্রয়োজন, সেই অনুসারে সকলকে ভাগ করে দিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 নিজেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রী করে বিক্রযলব্ধ অর্থ থেকে যার যা প্রয়োজন, সব মিটাতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 তাঁরা তাঁদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে, যাঁর যেমন প্রয়োজন সেই অনুসারে ভাগ করে নিতেন। অধ্যায় দেখুন |