প্রেরিত্ 2:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 কেননা দায়ূদ স্বর্গারোহণ করেন নাই, কিন্তু আপনি এই কথা বলেন, “প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বস, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কেননা দাউদ বেহেশতে যান নি, কিন্তু তিনি নিজে এই কথা বলেন, “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান দিকে বস, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 কিন্তু দাউদ নিজে স্বর্গে যাননি, তবুও তিনি বলেছেন, “ ‘প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বসো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 দাউদ নিজে স্বর্গে যাননি কিন্তু তিনি বলেছেনঃ'প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কেননা দায়ূদ স্বর্গারোহণ করেন নাই, কিন্তু আপনি এই কথা বলেন, “প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বস, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 কারণ দায়ূদ স্বর্গারোহন করেন নি, আর তিনি নিজে একথা বলছেন, ‘প্রভু ঈশ্বর আমার প্রভুকে বলছেন; অধ্যায় দেখুন |