প্রেরিত্ 2:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 অন্য লোকেরা পরিহাস করে বললো, ওরা মিষ্ট আঙ্গুর-রসে মাতাল হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কেউ কেউ অবশ্য তাদের পরিহাস করে বলল, “এরা অত্যধিক সুরাপান করে ফেলেছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অনেকে আবার বিদ্রূপ করে বলতে লাগল, ওরা নিশ্চয় সুরাপানে মত্ত হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু অন্য লোকেরা বিদ্রূপের ভঙ্গীতে বলতে লাগল, “ওরা দ্রাক্ষারস পান করে মাতাল হয়েছে।” অধ্যায় দেখুন |