প্রেরিত্ 19:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সেই ব্যক্তি তাহাদিগকে এবং সেই ব্যবসায়ের কারিকরদিগকে ডাকিয়া কহিল, মহাশয়েরা, আপনারা জানেন, এই কাজের দ্বারা আমাদের ধনাগম হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সেই ব্যক্তি তাদেরকে এবং সেই ব্যবসার কারিগরদেরকে ডেকে বললো, মহোদয়গণ, আপনারা জানেন, এই কাজের দ্বারা আমাদের বেশ অর্থ উপার্জন হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সে তার সহকর্মীদের ও একই ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্য শ্রমিকদের ডেকে একত্র করল ও বলল, “জনগণ, আপনারা জানেন, এই ব্যবসা থেকে আমরা ভালোরকম অর্থ উপার্জন করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 ডিমিট্রিয়াস সেখানকার অন্যান্য রৌপ্য-শিল্পীদের একত্রিত করে বলল, মহোদয়গণ, আপনারা জানেন যে এই ব্যবসার উপরেই আমাদের জীবনযাত্রা ও সমৃদ্ধি নির্ভরশীল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সেই ব্যক্তি তাহাদিগকে এবং সেই ব্যবসায়ের কারিকরদিগকে ডাকিয়া কহিল, মহাশয়েরা, আপনারা জানেন, এই কাজের দ্বারা আমাদের ধনাগম হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সে তার ব্যবসায়ের সঙ্গে যুক্ত অন্য সব কারিগরদের একত্র করে সভায় বলল, “ভাইসব তোমরা জান এই কাজের দ্বারা আমরা সকলে ভালই রোজগার করি। অধ্যায় দেখুন |