প্রেরিত্ 18:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং কথা বল, নীরব থাকিও না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর প্রভু রাতের বেলায় দর্শনযোগে পৌলকে বললেন, ভয় করো না, বরং কথা বল, নীরব থেকো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 এক রাত্রে, প্রভু পৌলকে এক দর্শনের মাধ্যমে বললেন, “তুমি ভয় পেয়ো না, প্রচার করতে থাকো, নীরব থেকো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 একদিন রাত্রে দিব্যদর্শনে প্রভু পৌলকে বললেন, নির্ভয়ে প্রচার করে যাও, নীরবে থেকো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং কথা বল, নীরব থাকিও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 এক রাতে এক দর্শনে প্রভু পৌলকে বললেন, “ভয় পেয়ো না! কিন্তু কথা বলে যাও, চুপ করে থেকো না! অধ্যায় দেখুন |