প্রেরিত্ 18:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া তিতিয় যুষ্ট নামে একজন ঈশ্বর-ভক্তের বাটীতে প্রবেশ করিলেন, ইহার বাটী সমাজ-গৃহের পার্শ্বে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে তিনি সেখান থেকে প্রস্থান করে তিতিয় যুষ্ট নামে এক জন আল্লাহ্-ভক্ত লোকের বাড়িতে প্রবেশ করলেন, এর বাড়ি মজলিস-খানার পাশে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পৌল তখন সমাজভবন ত্যাগ করে পাশেই তিতিয়-যুষ্টের বাড়িতে গেলেন। তিনি ছিলেন ঈশ্বরের একজন উপাসক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 পৌল সেখান তেকে চলেল গেলেন তীত জাস্টাস নামে ঈশ্বরভক্ত এক ব্যক্তির বাড়িতে। সমাজভবনের পাশেই ছিল তাঁর বাড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া তিতিয় যুষ্ট নামে এক জন ঈশ্বর-ভক্তের বাটীতে প্রবেশ করিলেন, ইহার বাটী সমাজ-গৃহের পার্শ্বে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজ-গৃহের পাশে তিতিয় যুষ্ট নামে এক ঈশ্বরভক্ত অইহুদীর বাড়িতে উঠলেন; ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন। অধ্যায় দেখুন |