প্রেরিত্ 18:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 কারণ যীশুই যে খ্রীষ্ট, ইহা শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোকসাধারণের সাক্ষাতে যিহূদিগণকে একেবারে নিরুত্তর করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কারণ ঈসা-ই যে মসীহ্, এই কথা কিতাবের কালাম দ্বারা প্রমাণ করে তিনি ক্ষমতার সঙ্গে লোক-সাধারণের সাক্ষাতে ইহুদীদেরকে একেবারে নিরুত্তর করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 প্রকাশ্য বিতর্কে তিনি দৃঢ়ভাবে ইহুদিদের যুক্তি খণ্ডন করলেন, শাস্ত্র থেকে প্রমাণ দিতে লাগলেন যে, যীশুই ছিলেন সেই মশীহ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 প্রকাশ্য জনসভায় সুদৃঢ় যুক্তি দিয়ে ইহুদীদের যুক্তি খণ্ডন করে শাস্ত্র থেকে তিনি প্রমাণ করতেন যে যীশুই প্রকৃত মশীহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কারণ যীশুই যে খ্রীষ্ট, ইহা শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোকসাধারণের সাক্ষাতে যিহূদিগণকে একেবারে নিরুত্তর করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদীদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন যে, যীশুই হলেন সেই খ্রীষ্ট। অধ্যায় দেখুন |