প্রেরিত্ 16:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 দিবস হইলে শাসনকর্তারা বেত্রধরদের দ্বারা বলিয়া পাঠাইলেন, সেই লোকদিগকে ছাড়িয়া দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 দিন হলে শাসনকর্তারা বেত্রধরদের দ্বারা বলে পাঠালেন, সেই লোকদেরকে ছেড়ে দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 দিনের আলো দেখা দিলে, প্রশাসকেরা কারারক্ষকের কাছে তাঁদের কর্মচারীদের পাঠিয়ে দিয়ে আদেশ দিলেন, “ওই লোকদের মুক্ত করে দাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সকাল হলে রোমীয় শাসকেরা কর্মচারী মারফৎ বন্দীদের ছেড়ে দেওয়ার নির্দেশ পাঠালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 দিবস হইলে শাসনকর্ত্তারা বেত্রধরদের দ্বারা বলিয়া পাঠাইলেন, সেই লোকদিগকে ছাড়িয়া দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 পরদিন সকাল হলে শাসকগণ রক্ষীবাহিনীদের দিয়ে কারারক্ষককে বলে পাঠালেন, “ঐ লোকদের ছেড়ে দাও!” অধ্যায় দেখুন |