প্রেরিত্ 16:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাঁহাদিগকে ভিতর-কারাগারে বদ্ধ করিল, এবং তাঁহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এই রকম হুকুম পেয়ে সে তাঁদেরকে নিয়ে কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং হাড়িকাঠ দিয়ে তাঁদের পা আট্কে রাখলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 হুকুম পেয়ে সে কারাগারের একেবারে ভিতরের ঘরে তাঁদের নিয়ে গিয়ে ভারি কাঠের হাড়িকাঠে পা বেঁধে রেখে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাঁহাদিগকে ভিতর-কারাগারে বদ্ধ করিল, এবং তাহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কারারক্ষক এই নির্দেশ পেয়ে পৌল ও সীলকে কারাগারের ভেতরের কক্ষে নিয়ে গিয়ে দেওয়ালে বসানো কাঠের বেড়িগুলির মধ্যে তাঁদের পা আটকে দিল। অধ্যায় দেখুন |