প্রেরিত্ 13:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 হে সর্বপ্রকার ছলে ও সর্বপ্রকার দুষ্টামিতে পরিপূর্ণ, দিয়াবল-সন্তান, সর্বপ্রকার ধার্মিকতার শত্রু, তুমি প্রভুর সরল পথ বিপরীত করিতে কি ক্ষান্ত হইবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 হে সমস্ত রকম ছলে ও সমস্ত রকম দুষ্টামিতে পরিপূর্ণ শয়তানের সন্তান, সমস্ত রকম ধার্মিকতার দুশমন, তুমি প্রভুর সরল পথকে বাঁকা করতে কি ক্ষান্ত হবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 “তুমি দিয়াবলের সন্তান এবং সর্বপ্রকার ধার্মিকতার বিপক্ষ! তুমি সর্বপ্রকার ছলনা ও ধূর্ততায় পরিপূর্ণ। প্রভুর প্রকৃত পথকে বিকৃত করতে তুমি কি কখনোই ক্ষান্ত হবে না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 বললেন, শয়তান, তুমি ন্যায়ধর্মেরর শত্রু, প্রবঞ্চনা আর শঠতায় তোমার অন্তর পূর্ণ। তুমি কি প্রভুর সহজ পন্থাকে জটিল করার কাজ থামাবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 হে সর্ব্বপ্রকার ছলে ও সর্ব্বপ্রকার দুষ্টামিতে পরিপূর্ণ, দিয়াবল-সন্তান, সর্ব্বপ্রকার ধার্ম্মিকতার শত্রু, তুমি প্রভুর সরল পথ বিপরীত করিতে কি ক্ষান্ত হইবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 বললেন, “তুই ছল-চাতুরীতে ভরা লোক! তুই দিয়াবলের ছেলে! যা কিছু ঠিক, তুই তার শত্রু! তুই কি প্রভুর সত্য পথকে বিকৃত করতে ক্ষান্ত হবি না? অধ্যায় দেখুন |