প্রেরিত্ 11:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বহুসংখ্যক লোক ঈমান এনে প্রভুর প্রতি ফিরলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে প্রভুর প্রতি ফিরল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রভু তাঁদের শক্তি জুগিয়েছিলেন বলেই বহু সংখ্যক লোক প্রভুকে বিশ্বাসে গ্রহণ করে তাঁর অনুগামী হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর প্রভুর হস্ত তাহাদের সহবর্ত্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 প্রভুর পরাক্রম তাঁদের সাথে ছিল, ফলে বহুলোক প্রভু যীশুর ওপর বিশ্বাস করে তাঁর অনুগামী হল। অধ্যায় দেখুন |