প্রেরিত্ 10:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান ছয় ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরদিন তারা পথে যেতে যেতে যখন নগরের কাছে উপস্থিত হল, তখন পিতর অনুমান বেলা দুপুর সময় মুনাজাত করার জন্য ছাদের উপরে উঠলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 পরের দিন, প্রায় দুপুর বারোটায়, তারা যখন পথ চলতে চলতে সেই নগরের কাছাকাছি উপস্থিত হল, সেই সময়, পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপরে উঠলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 পরের দিন প্রায় দুপুর বেলা তারা যোপ্পার কাছাকাছি এসে পৌঁছাল। পিতর সেইসময় বাড়ির ছাদে প্রার্থনা করছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান ছয় ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 পরের দিন তারা যখন যাফোর কাছাকাছি পৌঁছলো সেই সময়ে পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপর উঠে ছিলেন। বেলা তখন ভর দুপুর। অধ্যায় দেখুন |