Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




প্রেরিত্‌ 10:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 সে শিমোন নামে একজন চর্মকারের বাটীতে অবস্থিতি করিতেছে, তাহার গৃহ সমুদ্রের ধারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সে শিমোন নামে এক জন চর্মকারের বাড়িতে অবস্থিতি করছে, তার বাড়ি সমুদ্রের ধারে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে আছে, যার বাড়ি সমুদ্রের তীরে অবস্থিত।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তিনি সমুদ্রের তীরে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সে শিমোন নামে এক জন চর্ম্মকারের বাটীতে অবস্থিতি করিতেছে, তাহার গৃহ সমুদ্রের ধারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সে চামড়ার ব্যবসায়ী শিমোনের বাড়িতে আছে, সেই বাড়ি সমুদ্রের ধারে।”

অধ্যায় দেখুন কপি




প্রেরিত্‌ 10:6
8 ক্রস রেফারেন্স  

আর পিতর অনেক দিন যাফোতে, শিমোন নামক একজন চর্মকারের বাটীতে অবস্থিতি করিলেন।


কিন্তু উঠ, নগরে প্রবেশ কর, তোমাকে কি করিতে হইবে, তাহা বলা যাইবে।


যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি।


কর্ণীলিয়ের সহিত যে দূত কথা কহিলেন, তিনি চলিয়া গেলে পর কর্ণীলিয় বাটীর চাকরদের মধ্যে দুই জনকে, এবং যাহারা সর্বদা তাঁহার সেবা করিত, তাহাদের একজন ভক্ত সেনাকে ডাকিলেন,


অতএব যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন; সে সমুদ্রের ধারে শিমোন চর্মকারের বাটীতে অবস্থিতি করিতেছে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন