প্রেরিত্ 10:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর এখন তুমি যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর এখন তুমি যাফোতে লোক পাঠিয়ে শিমোন, যাকে পিতর বলে, তাকে ডেকে আন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 এখন জোপ্পায় লোক পাঠিয়ে শিমোন নামে এক ব্যক্তিকে নিয়ে এসো, যাকে পিতর বলে ডাকা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তুমি যোপ্পাতে লোক পাঠিয়ে শিমোন ওরফে পিতরকে ডাকিয়ে আন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর এখন তুমি যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তুমি যাফো শহরে লোকদের পাঠাও, সেখানে শিমোন নামে একজন লোক আছে, যার অপর নাম পিতর; তোমার লোকরা সেখানে গিয়ে তাকে এখানে নিয়ে আসুক। অধ্যায় দেখুন |