প্রেরিত্ 10:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 তাঁহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন, এবং প্রত্যক্ষ হইতে দিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 কিন্তু আল্লাহ্ তাঁকে তৃতীয় দিনে উঠালেন এবং প্রত্যক্ষ হতে দিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছিলেন এবং তাঁকে প্রত্যক্ষ হতে দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 কিন্তু ঈশ্বর তাঁকে তৃতীয় দিনে পুনরুজ্জীবিত করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 তাঁহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন, এবং প্রত্যক্ষ হইতে দিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুর তিন দিনের মাথায় জীবিত করেছেন। ঈশ্বর লোকদের কাছে যীশুকে জীবিতরূপে দেখালেন। অধ্যায় দেখুন |