প্রেরিত্ 1:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 তখন তাঁহারা এই দুই জনকে দাঁড় করাইলেন, যোষেফ - যাঁহাকে বার্শব্বা বলিয়া ডাকে, যাঁহার উপাধি যুষ্ট - এবং মত্তথিয়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তখন তাঁরা ইউসুফ, যাঁকে বার্শব্বা বলে ডাকে এবং যাঁর উপাধি যুষ্ট এবং মত্তথিয়— এই দুই জনকে দাঁড় করালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করলেন: বার্শব্বা নামে আখ্যাত যোষেফ (ইনি যুষ্ট নামেও পরিচিত ছিলেন), ও মত্তথিয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তখন তাঁরা দুজনের নাম প্রস্তাব করেন। একজনের নাম যোষেফ। বারাব্বাস নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁর উপাধি ছিল যুষ্ট। অপরজনের নাম মত্তথিয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তখন তাঁহারা এই দুই জনকে দাঁড় করাইলেন, যোষেফ—যাঁহাকে বার্শব্বা বলিয়া ডাকে, যাঁহার উপাধি যুষ্ট, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তখন প্রেরিতরা দুজন লোককে উপস্থিত করলেন, যোষেফ, যাকে বার্শব্বা বলে ডাকে, যার অপর নাম যুষ্ট, আর মত্তথিয়কে। অধ্যায় দেখুন |