প্রেরিত্ 1:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তখন তাঁহারা জৈতুন নামক পর্বত হইতে যিরূশালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত যিরূশালেমের নিকটবর্তী, বিশ্রামবারের পথ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তখন তাঁরা জৈতুন নামক পর্বত থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেই পর্বতটি জেরুশালেমের নিকটবর্তী, প্রায় অর্ধেক মাইলের পথ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এরপর তাঁরা “জলপাই পর্বত” নামক পাহাড় থেকে জেরুশালেমে ফিরে এলেন। নগর থেকে তা ছিল এক বিশ্রামদিনের হাঁটাপথ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 প্রেরিত শিষ্যেরা তখন অলিভ পর্বত থেকে ফিরে গেলেন জেরুশালেমে। অলিভ পর্বত থেকে জেরুশালেম বেশ কাছেই, পথ প্রায় আধ মাইলের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তখন তাঁহারা জৈতুন নামক পর্ব্বত হইতে যিরূশালেমে ফিরিয়া গেলেন। সেই পর্ব্বত যিরূশালেমের নিকটবর্ত্তী, বিশ্রামবারের পথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এরপর তাঁরা জৈতুন পর্বতমালা থেকে নেমে জেরুশালেমে ফিরে গেলেন। জেরুশালেম থেকে পাহাড়টির দূরত্ব ছিল এক বিশ্রামবারের পথ অর্থাৎ প্রায় আধ মাইল। অধ্যায় দেখুন |