প্রকাশিত বাক্য 9:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্যবৃত্তি হইতেও মন ফিরাইল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তারা নিজ নিজ হত্যা, নিজ নিজ কুহক, নিজ নিজ জেনা ও চুরি থেকেও মন ফিরালো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 এছাড়াও তারা তাদের নরহত্যা, তাদের তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা, তাদের অবৈধ যৌনাচার, কিংবা তাদের চুরি করা থেকেও মন পরিবর্তন করল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যে নরহত্যা, তন্ত্রমন্ত্র, লাম্পট্য ও চৌর্যকর্মে তারা লিপ্ত ছিল, তাও তারা পরিত্যাগ করল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্য্য হইতেও মন ফিরাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারা নরহত্যা, মোহিনীবিদ্যা, ব্যভিচার এবং চুরির জন্য অনুতপ্ত হল না। অধ্যায় দেখুন |