প্রকাশিত বাক্য 3:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আমি যত লোককে মহব্বত করি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমি যাদের প্রেম করি, তাদের আমি তিরস্কার করি ও শাসন করি। তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “আমি যত লোককে ভালবাসি তাদের সংশোধন ও শাসন করি। তাই উদ্যোগী হও ও মন-ফেরাও। অধ্যায় দেখুন |