প্রকাশিত বাক্য 2:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আমি জানি তোমার কর্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম আমি জানি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আমি জানি তোমার কাজগুলো ও তোমার মহব্বত ও ঈমান ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কাজের চেয়ে শেষ কাজ যে বেশি তাও আমি জানি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমি তোমার সকল কাজকর্ম, তোমার প্রেম ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি; এবং তোমার শেষের কাজগুলি যে প্রথমের কাজগুলিকে ছাপিয়ে গেছে সেকথাও আমি জানি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি তোমার সমস্ত কাজকর্ম জানি। তোমার প্রেম, বিশ্বাস, সেবা ও সহিষ্ণুতার কথা জানি, তোমার শেষের কার্যগুলি যে পূর্বের কার্যকে অতিক্রম করে গেছে তাও আমি জানি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আমি জানি তোমার কর্ম্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্য্যা ও ধৈর্য্য, আর তোমার প্রথম কর্ম্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম্ম আমি জানি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “আমি তোমার বিশ্বাস, প্রেম, পরিচর্যা ও ধৈর্য্য্যের বিষয় জানি। প্রথমে তুমি যা করেছিলে তার থেকে এখন যে আরও বেশী কাজ করছ তাও আমি জানি। অধ্যায় দেখুন |