প্রকাশিত বাক্য 2:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর পর্গামস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়্গ ধারণ করেন, তিনি এই কথা কহেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর পর্গামে অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি ধারালো দ্বিধার তলোয়ার ধারণ করেন, তিনি এই কথা বলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “পর্গামে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি তীক্ষ্ণ ও দুদিকে ধারবিশিষ্ট তরোয়াল ধারণ করেন, তিনিই একথা বলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 পর্গামাস মণ্ডলীর দূতকে লেখ:দ্বি-ধার তীক্ষ্ণ তরবারি যিনি ধারণ করেন তিনি বলেছনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর পর্গামস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করেন, তিনি এই কথা কহেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “পর্গাম মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখ: “যাঁর হাতে তীক্ষ্ণ দ্বিধার তরোয়াল তিনি বলেন: অধ্যায় দেখুন |