প্রকাশিত বাক্য 2:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, সে দ্বিতীয় মৃত্যু দ্বারা বিনষ্ট হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 যার কান আছে, সে শুনুক, রূহ্ মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয় করে, দ্বিতীয় মৃত্যু তার অনিষ্ট করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনো আঘাত পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে, সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মত কান আছে সে শুনুক। যে জয়ী হয়, সে দ্বিতীয়বার মৃত্যু-আঘাত পাবে না। অধ্যায় দেখুন |