প্রকাশিত বাক্য 19:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যেন রাজগণের মাংস, সহস্রপতিবর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যেন বাদশাহ্দের গোশ্ত, সহস্রপতিদের গোশ্ত, শক্তিমান লোকদের গোশ্ত, ঘোড়াগুলোর ও ঘোড়-সওয়ারদের গোশ্ত এবং স্বাধীন ও গোলাম, ক্ষুদ্র ও মহান সকল মানুষের গোশ্ত ভোজন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যেন তোমরা রাজাদের মাংস, সৈন্যাধ্যক্ষদের মাংস, শক্তিশালী লোকেদের মাংস, ঘোড়া ও তাদের আরোহীর মাংস, স্বাধীন বা ক্রীতদাস, সামান্য বা মহান—সকলের মাংস খেতে পারো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 রাজা, সেনাপতি ও বীরদের, অশ্ব ও অশ্বারোহীদের এবং স্বাধীন ও ক্রীতদাস, ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সকলের মাংস ভোজন কর।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যেন রাজগণের মাংস, সহস্রপতিবর্গের মাংস, শক্তিমান্ লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান্ সকল মনুষ্যের মাংস ভক্ষণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এক, রাজাদের, প্রধান সেনাপতিদের ও বীরপুরুষদের মাংস, ঘোড়া ও ঘোড়-সওয়ারদের মাংস, স্বাধীন অথবা ক্রীতদাস, ক্ষুদ্র অথবা মহান সকল মানুষের মাংস খেয়ে যাও।” অধ্যায় দেখুন |