প্রকাশিত বাক্য 18:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 এই জন্য একই দিনে তাহার আঘাত সকল- মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে; এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে; কারণ তাহার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 এজন্য একই দিনে তার আঘাতগুলো উপস্থিত হবে, সেগুলো হল মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ, এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে, কারণ তার বিচারকর্তা প্রভু আল্লাহ্ শক্তিমান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোকবিলাপ ও দুর্ভিক্ষ, তার উপরে এসে পড়বে। আগুন তাকে গ্রাস করবে, কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর, শক্তিমান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তাই তার সমস্ত আঘাত, মারী, শোক ও দুর্ভিক্ষ একই দিনে এসে উপস্থিত হবে। তাকে আগুনে পোড়ানো হবে। কারণ তার বিচারক মহাশক্তিমান প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 এই জন্য একই দিনে তাহার আঘাত সকল—মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে; এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে; কারণ তাহার বিচারকর্ত্তা প্রভু ঈশ্বর শক্তিমান্। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 অতএব এক দিনের মধ্যেই তার ওপর এই আঘাত আসবে; মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে। কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান। অধ্যায় দেখুন |