প্রকাশিত বাক্য 18:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এবং তাহার দাহের ধূম দেখিয়া উচ্চৈঃস্বরে কহিল, সেই মহানগরীর তুল্য কোন্ নগর? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এবং তার দাহের ধোঁয়া দেখে চিৎকার করে বললো, আর কোন্ নগর আছে এই মহানগরীর মত? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তারা যখন তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা চিৎকার করে বলবে, ‘এই মহানগরীর সমতুল্য আর কোনও নগর কি ছিল?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তার আগুনের ধোঁয়া দেখে চীৎকার করে বলে উঠল, “এই মহানগরীর সমতুল আর কোন নগরী?” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং তাহার দাহের ধূম দেখিয়া উচ্চৈঃস্বরে কহিল, সেই মহানগরীর তুল্য কোন্ নগর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 জ্বলন্ত বাবিলের ধোঁয়া দেখে তারা চিৎকার করে বলতে লাগল, ‘আর কোন নগর এই মহানগরীর মত ছিল না!’ অধ্যায় দেখুন |