প্রকাশিত বাক্য 11:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাঁহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা আল্লাহ্র সম্মুখে নিজ নিজ সিংহাসনে বসে থাকেন, তাঁরা অধোমুখে ভূমিতে উবুড় হয়ে আল্লাহ্র এবাদত করে বলতে লাগলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তখন ঈশ্বরের সম্মুখে উপবিষ্ট চব্বিশজন প্রবীণ প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করলেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাঁহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন, তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন। অধ্যায় দেখুন |