প্রকাশিত বাক্য 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 এবং তাঁহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাঁহার রব বহুজলের রবের তুল্য”; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 এবং তাঁর পা আগুনে পোড়ানো পরিষ্কার করা উজ্জ্বল ব্রোঞ্জের মত এবং তাঁর গলার আওয়াজ পানির স্রোতের শব্দের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তাঁর দু-পা ছিল চুল্লিতে পরিষ্কৃত পিতলের মতো ঝকঝকে ও তাঁর কণ্ঠস্বর ছিল প্রবহমান মহা জলস্রোতের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তাঁর চরণদুটি অগ্নিশোধিত পিতলের মত উজ্জ্বল এবং কণ্ঠস্বর যেন জলপ্রপাতের গম্ভীর গর্জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এবং তাঁহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাঁহার রব বহুজলের রবের তুল্য”; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তাঁর পা যেন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল, বন্যার জল কল্লোলের মতো তাঁর কন্ঠস্বর। অধ্যায় দেখুন |