প্রকাশিত বাক্য 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আমি প্রভুর দিনে রূহ্বিষ্ট হলাম এবং আমার পিছনে তূরী-ধ্বনির মত একটি মহারব শুনলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 প্রভুর দিনে আমি পবিত্র আত্মায় আবিষ্ট ছিলাম, আর তখন আমার পিছনে তূরীধ্বনির মতো এক উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি পবিত্র আত্মার আবেশে প্রভুর দিএনে ছিলাম। তখন আমার পিছনে তূর্যনির্ঘোষের মত তীব্র এক কণ্ঠস্বর শুনতে পেলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হলাম; আর পেছন থেকে এক উচ্চস্বর শুনতে পেলাম। মনে হল তূরীধ্বনি হচ্ছে। অধ্যায় দেখুন |