পরমগীত 8:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাঁহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকিত, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তাঁর বাম হাত আমার মাথার নিচে থাকতো, তাঁর ডান হাত আমাকে আলিঙ্গন করতো। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে, আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 বামবাহু তব হবে মোর উপাধান, দক্ষিণ বাহুডোরে বাঁধিবে আমারে তুমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাঁহার বাম হস্ত আমার মস্তকের নীচে থাকিত, তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তার বাঁ হাত আমার মাথার নীচে এবং তার ডান হাত আমায় জড়িয়ে ধরে। অধ্যায় দেখুন |