Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 8:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 অয়ি উপবন-বাসিনি! সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দেও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 অয়ি উপবন-বাসিনী! সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে, আমাকে তা শুনতে দাও। ----

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে ওগো কাননচারিনী, তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ওগো প্রিয়তম, শোনাও আমায় শোনাও মধুর স্বর তব সুললিত স্বর শোনার আশায় সখীরা আমার রয়েছে প্রতীক্ষায়। প্রিয়তম মোর ক্ষিপ্রচরণে হরিণের মত এস, মশলার বলে শিশু মৃগসম ত্বরিততরণে মোর উপবনে এস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 অয়ি উপবন-বাসিনি! সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কাণ পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 বাগানের ঐখানে তুমি বস, অনুগামীরা তোমার কথা শুনছে। আমাকেও তা শুনতে দাও!

অধ্যায় দেখুন কপি




পরমগীত 8:13
19 ক্রস রেফারেন্স  

হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু, আইস, আমার উপবনে বহ; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক, আমার প্রিয় আপন উদ্যানে আইসুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন।


হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাইতেছ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ? আমি কেন অবগুন্ঠনবতীর ন্যায় হইব, তোমার সখাদের পালের নিকটে?


আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


কেননা যেখানে দুই কি তিন জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি।


আমি উপত্যকার নবীন তরুচয় দেখিতে, দ্রাক্ষালতা পল্লবিত হয় কি না দেখিতে, দাড়িম্বপুষ্প ফুটে কি না দেখিতে, আক্‌রোটের উপবনে নামিয়া গেলাম।


আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ওষধির উদ্যানে গিয়াছেন, উপবনে [পাল] চরাইবার জন্য ও শোশন পুষ্প চয়ন করিবার জন্য।


আর সঙ্কটের দিনে আমাকে ডাকিও; আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে।


তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন, তাঁহার পশ্চাদ্বর্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে।


আর তাঁহাকে দেখিয়া পলেষ্টীয়েরা তাঁহার নিকটে থাকিতে ত্রিশ জন সহচরকে আনিল।


তিনি কহিলেন, যাও; আর তাহাকে দুই মাসের জন্য পাঠাইয়া দিলেন; তখন সে আপন সখিগণের সহিত গিয়া পর্বতের উপরে আপন কুমারীত্বের বিষয়ে বিলাপ করিল।


এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।


তোমরা যদি আমাতে থাক, এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয়, যাচ্ঞা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে।


আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে; হে শলোমন, সেই সহস্র মুদ্রা তোমারই হইবে। দুই শত মুদ্রা কৃষকদের থাকিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন