পরমগীত 7:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তোমার দেহ এমন গোল বাটির ন্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির ন্যায়, যাহা শোশন-পুষ্প শ্রেণীতে শোভিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত, যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই। তোমার কোমর এমন গমের আঁটির মত, যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো, যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না। তোমার কটিদেশ যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোমার নাভিকুণ্ড যেন সুরায় উচ্ছল এক সুগোল পানপাত্র, কটিদেশ যেন কুমুদ কমলে ঘেরা গোধূমের স্তূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তোমার দেহ এমন গোল বাটীর ন্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির ন্যায়, যাহা শোশন-পুষ্পশ্রেণীতে শোভিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তোমার নাভি গোলাকার পাত্রের মত, তা যেন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে। তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মত। অধ্যায় দেখুন |