পরমগীত 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তাঁহার মস্তক নির্মল সুবর্ণের ন্যায়, তাঁহার কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের ন্যায় কৃষ্ণবর্ণ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের মত কালো রংয়ের। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তাঁর মস্তক খাঁটি সোনার মতো; তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কষিত কাঞ্চন বিভা শ্রীমুখে যে তাঁর ভ্রমরকৃষ্ণ কুঞ্চিত কেশদাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তাঁহার মস্তক নির্ম্মল সুবর্ণের ন্যায়, তাঁহার কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের ন্যায় কৃষ্ণবর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত। তার কোঁকড়ানো চুল দাঁড়কাকের রঙের মতই মিশ্কালো। অধ্যায় দেখুন |