পরমগীত 4:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব, আর কুন্দুরুর পর্বতে যাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 যতক্ষণ দিন শীতল না হয়, ও ছায়াগুলো পালিয়ে না যায়, ততক্ষণ আমি গন্ধরসের পর্বতে যাব, আর কুন্দুরুর পর্বতে যাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 বেলা শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাওয়ার আগে আমি গন্ধরসের পর্বতে এবং কুন্দুরুর পাহাড়ে যাব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এ যামিনী আমি কাটাব তোমার সনে, তব সুবাসিত তনু, সুরভিত হিয়া মাঝে। রাত্রির অবসানে আঁধার মিলায়ে যাবে, বহিবে যবে মৃদুমন্দ সমীরণ ঊষার আভাসে আমি লইব বিদায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্ব্বতে যাইব, আর কুন্দুরুর পর্ব্বতে যাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 দিনের ছায়া যখন মিলিয়ে আসবে, দিনের শেষ বাতাস যখন প্রবাহিত হবে তখন আমি সেই সুগন্ধির পাহাড়ে এবং সেই গুগ্গুলের পর্বতে যাবো। অধ্যায় দেখুন |