Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




পরমগীত 3:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল; ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকার দরুন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এরা প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকেই রণাঙ্গনের অভিজ্ঞতালব্ধ, এদের প্রত্যেকের কটিদেশে নিজ নিজ তরবারি সংলগ্ন, রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 অসিচালনায় নিপুণ তারা মহাদক্ষ রণে। রাত্রির অতর্কিত আক্রমণ রোধে উদ্যত তরবারি হাতে সতর্ক-সজাগ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ওরা প্রত্যেকেই সুদক্ষ যোদ্ধা; রাতে যে কোন আক্রমণের মুখোমুখি হবার জন্য ওদের তরবারি সবসময় প্রস্তুত আছে!

অধ্যায় দেখুন কপি




পরমগীত 3:8
13 ক্রস রেফারেন্স  

হে বীর, তোমার খড়্‌গ কটিদেশে বন্ধন কর, তোমার প্রভা ও প্রতাপ [গ্রহণ কর]।


আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব; কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব।


তুমি ভীত হইবে না-রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান শর হইতে,


দেখ, উহা শলোমনের শিবিকা , উহার চারিদিকে ষাট জন বীর আছেন, উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্তী।


শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোল নির্মাণ করিলেন, লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।


কেননা দেখ, আমি উত্তরদেশ হইতে মহাজাতি-সমাজ উত্তেজিত করিয়া বাবিলের বিরুদ্ধে গমন করাইব, তাহারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে তাহা পরহস্তগত হইবে; তাহাদের বাণ কৌশলপরায়ণ বীরের ন্যায় হইবে, বিফল হইয়া ফিরিয়া আসিবে না।


এহূদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়্‌গ নির্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ঊরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন।


আর সেই দিন অবধি আমার যুবকদের অর্ধেক লোক কর্ম করিত, অন্য অর্ধেক লোক বর্শা, ঢাল, ধনু ও বর্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যিহূদাকুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন।


যাহারা প্রাচীর গাঁথিত, এবং যাহারা ভার বহিত, যাহারা ভার তুলিয়া দিত, তাহারা সকলে এক হস্তে কর্ম করিত, অন্য হস্তে অস্ত্র ধরিত;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন