পরমগীত 3:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 অয়ি সিয়োন-কন্যাগণ। তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন, তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 অয়ি সিয়োন-কন্যারা। তোমরা বাইরে গিয়ে বাদশাহ্ সোলায়মানকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যা তাঁর মা তাঁর মাথায় দিয়েছিলেন, তাঁর বিয়ের দিনে, তাঁর অন্তরের আনন্দের দিনে। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 ওগো সিয়োন-কন্যারা, তোমরা বাইরে বেরিয়ে এসো, দেখো, রাজা শলোমনকে, তিনি মাথায় মুকুট পরছেন, সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন, যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ওগো সিয়োন ললনা, এস, দেখ আমার রাজা শলোমনকে, কিরীট শোভিত রাজা আমার। এ কিরীটখানি জননী যে তাঁর, বিবাহের মধুরলগণে আনন্দের মিলনবাসরে পরায়েছিলেন তাঁরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 অয়ি সিয়োন কন্যাগণ। তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন, তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হে সিয়োনের রমণীরা, তোমরা বেরিয়ে এসে রাজা শলোমনকে দেখ, তাঁর আনন্দের দিনে, তাঁর বিয়ের দিনে, তাঁর মা যে মুকুট পরিয়ে দিয়েছেন তাঁর মাথায়, তা দেখ! অধ্যায় দেখুন |