পরমগীত 2:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে সুস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তোমরা কিস্মিসের পিঠা দ্বারা আমাকে সুস্থির কর, আপেল দ্বারা আমার প্রাণ জুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তোমরা আমাকে কিশমিশ দিয়ে সবল করো, আপেল দিয়ে চনমনে করে তোল, কেননা প্রেম আমাকে মূর্চ্ছিত করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রেমাতুরা ক্লান্ত আমি ও অতৃপ্ত হৃদয়, পীড়িতা আমি অতৃপ্তির বেদনায়। আঙুরে আপেলে মোরে সতেজ কর আমি যে তোমার প্রেমে জরজর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে সুস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ যুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 শুকনো ফল দিয়ে আমায় উজ্জীবিত কর। আপেল দিয়ে আমায় সঞ্জীবিত কর, কারণ আমি প্রেমে বিবশ হয়ে আছি। অধ্যায় দেখুন |