পরমগীত 1:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আমার প্রিয় আমার নিকটে মেহেদির পুষ্পগুচ্ছের মত, যাহা ঐন্-গদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত, যা ঐন্-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো, যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 প্রেমিক আমার এনগেদির দ্রাক্ষাকুঞ্জবনে ফুটে থাকা হেনাপুষ্পের সুরভির মত পরম সুন্দর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমার প্রিয় আমার কাছে মেঁদির পুষ্পগুচ্ছবৎ, যাহা ঐন্-গদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমার প্রিয়তম আমার কাছে, ঐন্-গদীয় দ্রাক্ষা ক্ষেতের মেহেন্দি ফুলের মত সুন্দর। অধ্যায় দেখুন |